
দেশে একশ্রেণির ভোক্তা তৈরি হয়েছে, যাঁরা এখন বিলাসী পণ্য ও দামি সেবা কিনতে পারেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার জোরদারে ভোক্তাশ্রেণির ভূমিকাই প্রধান।
বাংলাদেশ নিয়ে বৈশ্বিক প্রতিবেদনঃ ভোক্তাশ্রেণির আকার ১০ বছরে দ্বিগুণ হবে !Bangladesh Consumer Market
বর্তমান বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হচ্ছে এশিয়া। এই তালিকায় সম্ভাবনাময় দেশগুলোর একটি বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের ভোক্তাশ্রেণির বিকাশ হবে সবচেয়ে বেশি। তথ্যানুসারে, ২০২০ সালে বিশ্বের মোট ভোক্তাশ্রেণির মানুষের মধ্যে শূন্য দশমিক ৮ শতাংশ সাড়ে তিন কোটি মানুষের বসবাস ছিল বাংলাদেশে। এই হার ২০৩০ সাল নাগাদ বেড়ে দ্বিগুণ তথা ১ দশমিক ৬ শতাংশে উন্নীত হবে।
বাংলাদেশ নিয়ে বৈশ্বিক প্রতিবেদনঃ ভোক্তাশ্রেণির আকার ১০ বছরে দ্বিগুণ হবে !Bangladesh Consumer Market
ভিডিওতে ব্যবহৃত সকল ফুটেজের কপিরাইট AOW News সংরক্ষণ করে। ভিডিওটি অন্যকোথাও অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--------------------------------------
Music Credit Goes To Jacson Shaw
Artist http://audionautix.com/
For more trustworthy and enriched news Please SUBSCRIBE “AOW News” - https://www.youtube.com/c/aownews
© AOW News Rights Reserved 2017-21.
0 Comments