একজন বীমাকর্মীর স্বপ্ন পূরুণের ১০টি উপায় | 10 Ways to Fulfill an Insurance Worker's Dream

একজন বীমাকর্মীর স্বপ্ন পূরুণের ১০টি উপায় | 10 Ways to Fulfill an Insurance Worker's Dream

‘’স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে


স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’’


ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।


এর উক্তিটির সাথে আমরা সবাই পরিচিত,,,,, 

মানুষ স্বপ্ন দেখে । স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্বপ্ন দুই রকমের হয়। যার একটি হলো স্বাভাবিক স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি । আর একটি  হলো বড় হওয়ার স্বপ্ন, জীবনে কিছু করার স্বপ্ন । এ স্বপ্নই আমাদের জীবনকে পরিচালিত করে । যেমন – ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষক, নেতা ইত্যাদি হওয়ার স্বপ্ন ।


আজ কথা বলবো একজন বীমা কর্মীর সপ্ন পূরুণ করার ১০ টি উপায়। 

১. স্বপ্নটাকে লক্ষে পরিবর্তন করুন। 


২. আস্থাবান হোন:

‘আমি পারব না... আমাকে দিয়ে হবে না’ ইত্যাদি। এ ধরনের প্রবণতা বন্ধ করুন। নিজের স্বপ্ন নিয়ে নেতিবাচক ধারণাকে প্রশ্রয় দেওয়া যাবে না। স্বপ্নটাকে নিয়ে অঙ্গীকার থাকতে হবে। আর সেটা পূরণের প্রতিশ্রুতি নিজেকেই দিতে হবে। প্রতিদিনই স্বপ্নটাকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে। সিদ্ধান্তের সঙ্গে আত্মবিশ্বাস যোগ করুন। 

#Insurance_policy
#Insurance_policy
#Insurance_policy

https://www.facebook.com/jubayer.jubayer.549


https://www.facebook.com/Insurance-Policy-106804824955514/

একজনবীমাকর্মীরস্বপ্ন

Post a Comment

0 Comments